নির্বাচিত
খামার করার ধর্মীয়, রাষ্ট্রীয় এবং সামাজিক সুফল
সব সময় তো আমরা রোগ, ব্যাধি, ব্যবস্থাপনা আর সমস্যা নিয়ে আলোচনা করি। আজ চেষ্টা করছি একটু ভিন্ন আলোচনা করতে। ধর্মীয় মূল্যবোধ :- আমি একজন মুসলিম। আর আমি বিশ্বাস করি আল্লাহ সব কিছুর মালিক। পৃথিবীর সমস্ত সৃষ্টির রক্ষণাবেক্ষণ, লালন পালন, খাদ্য প্রদান সব তাঁর হাতে। নীল তিমি হতে ক্ষুদ্র ব্যাকটেরিয়া পর্যন্ত সবার খাবার তিনি নির্ধারন করে রেখেছেন। একটু সুক্ষভাবে চিন্তা করুন আল্লাহ আমাদের উসিলায় কিছু প্রাণীর খাবার দাবার এবং পরিচর্যার ব্যবস্থা করেছেন। প্রতিব্যাচে আমরা ১০০০ বা তার কম কিংবা বেশী মুরগীর খাবার দাবারের দ্বায়িত্ব নেই। তাদের বড় করে মানুষের খাবারের ব্যবস্থা করি। আল্লাহ নিশ্চই এসব কাজের উত্তম প্রতিদান দিবেন। কারন আল্লাহ…